Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০২৪

সিটিজেন চার্টার

 

                                                    বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন

                                          বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

                                                           সাহেপ্রতাপ, নরসিংদী।

                                                            bheti.portal.gov.bd

 

সিটিজেন চার্টার

নাগরিক সেবা:

ক্রঃ নং

 

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়সীমা

 

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  (নাম,পদবী ফোন নম্বর ও ই-মেইল)

(১)

            (২)

     (৩)

             (৪)

   (৫)

     (৬)

       (৭)

  ১

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 

 

 

 

 

 

(ক) বস্ত্র বয়ন।

(খ) ব্লক ও বাটিক প্রিন্টিং।

(গ) টাই এন্ড ডাই।

(ঘ) স্ক্রীন প্রিন্টিং।

(ঙ) টেকসই ও পরিবেশ বান্ধব সুতা/কাপড় রংকরণ।

আবেদন প্রাপ্তির পর ০১ মাস

বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী  এ ন্যূনতম ১৮ বছর বয়সের তাঁতি, তাঁতি পরিবারের সদস্য ও তাঁত পেশা গ্রহণে আগ্রহী প্রার্থীগণ (পুরুষ ও মহিলা যাদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ তারা বাতাঁবোর বেসিক সেন্টার সমূহের মাধ্যমে আবেদন করতে পারবে।

১. আবেদন পত্র।

২. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র।

৩.তাঁতী সমিতির সভাপতি/স্থানীয় ইউ.পি চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রত্যয়ন পত্র।

৪. ছবি ২ কপি।

৫. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

প্রাপ্তিস্থান:

সংশ্লিষ্ট প্রশিক্ষণ ইনস্টিটিউট/স্থানীয় বেসিক সেন্টার কার্যালয়।

প্রশিক্ষণের জন্য কোন ফি গ্রহণ করা হয় না। উপরন্ত প্রশিক্ষণার্থীদের প্রতি কার্যদিবসে ২৪০.০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট, নরসিংদী।

পদবিঃ অধ্যক্ষ

ফোন নম্বর ০২২২৪৪৫২৬৯৮

মোবাইল: ০১৭১৫৬৬১৩৫২

ই-মেইল:

bheti.gov81@gmail.com বা

কোর্স কো-অর্ডিনেটর

মোবাইল:

০১৭১২৩৭৮০৯৩

০১৭৩৪৯৮৮৭৯৪

 

 

 

 

 

 

 

একাডেমিক কার্যক্রমঃ

 

 

 

 

 

 

(ক) ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

আসন সংখ্যাঃ-

ইয়ার্ন ম্যানুফেকচারিং-৫০

ফেব্রিক ম্যানুফেকচারিং-৫০

ওয়েট প্রসেসিং-৫০

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা মোতাবেক ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে নির্ধারিত সময়ে ছাত্র/ছাত্রী ভর্তির আবেদন করতে পারবে।

আবেদনের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং কোটা স্ব-পক্ষে সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত করে আবেদন করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বাতাঁশিপ্রই, নরসিংদী এবং বাতাঁবো প্রধান কার্যালয়, ঢাকা থেকে গ্রহণ করা যাবে।

বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনলাইন গেটওয়ের মাধ্যমে জমা করে আবেদন করা যাবে। পরবর্তীতে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হলে বাতাঁবো কর্তৃক নির্ধারিত হারে সেমিষ্টার ভিত্তিক বিভিন্ন ফি কেন্দ্রের ব্যাংকের হিসাবে পরিশোধ করতে হয়।

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট, নরসিংদী।

পদবিঃ অধ্যক্ষ

ফোন নম্বর ০২২২৪৪৫২৬৯৮

মোবাইল: ০১৭১৫৬৬১৩৫২

রেজিস্টারঃ

মোবাইলঃ

০১৯১৪৪৪০৭০১

ই-মেইল registrar.bheti@gmail.com

 

(খ) ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

আসন সংখ্যাঃ-

ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং-৪০

এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং-৪০

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় এর সকল নিয়ম অনুসরণপূর্বক যথাসময়ে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

আবেদনের সাথে ০৩ কপি ছবি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ ডিপ্লোমা ইন টেক্সটাইল/জুট/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং পরীক্ষায় সিজিপিএ নূন্যতম ২.৭৫ হতে হবে। এছাড়া এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫ থাকতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বাতাঁশিপ্রই, নরসিংদী এবং বাতাঁবো প্রধান কার্যালয়, ঢাকা থেকে গ্রহণ করা যাবে।

১,০০০.০০           (এক হাজার) টাকা নগদ জমাদান পূর্বক ভর্তি ফরম সংগ্রহ করা যাবে এবং লিখিত পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর নির্ধারিত হারে সেমিষ্টার ফিসহ অন্যান্য ফি কেন্দ্রের ব্যাংক হিসাবে পরিশোধ করতে হবে।

 

 

 

সিটিজেন চার্টার