কার্যাবলীঃ- নরসিংদীন্থ তাঁত প্রশিক্ষন ইনস্টিটিউট তাঁতী সম্প্রদায় তথা বেকার যুবক সমাজের পেশা ভিত্তিক কর্মসংস্থানের একটি কারিগরী প্রশিক্ষন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল হতেই হস্তচালিত তাঁত শিল্পের উপর প্রাথমিক পর্যায়ের কারিগরী প্রশিক্ষন প্রদান করে আসছে। প্রথম অবস্থায় কেবলমাত্র হস্তচালিত সেমি-অটোমেটিক তাঁতে বয়নের উপর একমাস মেয়াদী প্রশিক্ষন প্রদান করা হত। ১৯৮৯ সন হতে অত্র ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স চালু করা হয়।
ক) প্রশিক্ষণ কোর্স সমূহঃ
(১) বস্ত্র বয়ন
(২) টেকসই ও পরিবেশ বান্ধব সূতা/কাপড় রং করণ
(৩) সুতা/কাপড় টাই এন্ড ডাই
(৪) স্ক্রীন প্রিন্টিং
(৫) ব্লক ও বাটিক প্রিন্টিং
ক্রঃনং |
কোর্স সমূহ |
মোট প্রশিক্ষনার্থী |
পুরুষ |
মহিলা |
মন্তব্য |
|
প্রাতিষ্ঠানিক |
2314 |
1324 |
990 |
|
|
ভ্রাম্যমান |
799 |
203 |
596 |
|
|
SETVET |
1465 |
536 |
929 |
|
খ) একাডেমিক কোর্স সমূহঃ
ক্রঃ নং |
কোর্সের নাম |
মেয়াদকাল |
আসন সংখ্যা |
1 |
ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং |
০৪ বছর |
150 টি |
2 |
ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (ফ্যাশন ডিজাইন) |
০৪ বছর |
50 টি |
3 |
বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং |
০৪ বছর |
80 টি |
এছাড়াও বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের জন্য স্বল্প মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়। কাপড়ের বয়ন, নকশা তৈরী, সূতা ও কাপড় রং করন, বিভিন্ন প্রকারের ছাপা পদ্ধতি সম্পর্কে দেশের প্রান্তিক তাঁতীদেরকে কারিগরী জ্ঞান দান এবং সঠিক প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিই এ কর্মসুচীর মূল উদ্দেশ্য। একই সংগে কাপড় উৎপাদনের ব্যয় নিরুপন উৎপাদিত কাপড় বাজারজাতকরন সম্পর্কে অবহিত করন এবং মধ্যস্বত্বভোগীদের হয়রানী হতে তাঁতীদেরকে রক্ষা করাও এ প্রশিক্ষণ কার্যক্রমের একটি বিশেষ উদ্দেশ্য। অদ্যাবধি অত্র প্রতিষ্ঠান হতে 559 জন শিক্ষার্থী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে বিভিন্ন টেক্সটাইল মিলে নিয়োজিত আছে ।
৩. প্রশিক্ষনার্থীদের যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণী পাশ তাঁত শিল্পের সাথে জড়িত ব্যক্তিগন যেমন- তাঁতী, তাঁত ফ্যাকটরীর মালিকগন এবং কারিগরী প্রশিক্ষণ গ্রহনে ইচ্ছুক তাঁতী সম্প্রদায় ভুক্ত বেকার যুবক যুবতীগন এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে থাকেন।
৪. একাডেমিক শিক্ষার্থীদের যোগ্যতাঃ
ক) বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর নীতিমালা অনুযায়ী (ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)।
খ) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুযায়ী (বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)।
৫. প্রশিক্ষন পদ্ধতিঃ উইভিং, ডাইং ও প্রিন্টিং বিষয়ক কোর্স গুলিতে বাংলাদেশের প্রেক্ষিতে অধিকতর কার্যকর করে তোলার জন্য শ্রেণী কক্ষে বক্তৃতা ছাড়াও আলোচনা, দলগত আলোচনা, প্রশিক্ষন উপকরনের যথোপযুক্ত ব্যবহার, একক কাজ, দলগত কাজ ইত্যাদি ও প্রয়োজনমত করা হয়। সেই সংগে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। তাছাড়াও দেশে উৎপাদিত বস্ত্রের বুনন সম্পর্কে সরে জমিনে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁত বহুল এলাকায় শিক্ষা সফরের ব্যবস্থা করা অত্র কোর্সের অংশ বিশেষ।
৬. একাডেমিক শিক্ষা পদ্ধতিঃ- বাকাশিবো ও বুটেক্স এর কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়।
৭. কোর্স মূল্যায়নঃ কোর্সকে ফলপ্রসূ ও গতিশীল করার জন্য প্রশিক্ষন কোর্সের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্সের সমাপ্তির পূর্বে পরীক্ষা গ্রহনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের মূল্যায়ন করা হয়। তত্ত্বীয় বিষয়ে শতকরা ৪০ এবং ব্যবহারিক বিষয়ে শতকরা ৫০ পাশ নম্বর হিসাবে গন্য করা হয়। সনদ প্রদানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের বর্তমানে দৈনিক ২৪০ (দুইশত চল্লিশ) টাকা হারে ভাতা প্রদান করা হয়।
৮. একডেমিক কোর্স সমূহঃ
ক্রঃ নং |
কোর্স সমূহ |
মেয়াদ |
চলমান |
কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীর সংখ্যা |
মন্তব্য |
|
ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং |
4 বছর |
12 ব্যাচ |
559 জন |
|
|
বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং |
4 বছর |
4 ব্যাচ |
কোর্স সমাপ্ত হয়নি |
|